হাজারও জনতা কে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে বালাই হাওর:
আগামী ১৫ জানুয়ারী যুগ শ্রেষ্ট আলেমে দ্বীন
শামছুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (রহ.) এর ঈসালে সাওয়াব মাহফিল।
উনার নিজ বাড়ি জকিগঞ্জে অনুষ্টিত হবে।
উক্ত মাহফিলে আল্লামা ফুলতলী রহ. এর মুরিদিন মুহিব্বীন সহ আম জনতার উপস্থিতিতে মূখরিত হবে বালাই হাওর ময়দান।
মাহফিল সফল করতে সকল কাজই প্রায় সমাপ্তি হয়েছে।
মাহফিলে তরবিয়ত প্রদান করবেন
ফুলতলী রহ. এর সু-যগ্য বড় সাহেব জাদা
আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী (ফুলতলী)