আমাদের ফেইসবুক ফ্যান পেইজ

আমাদের ফেইসবুক ফ্যান পেইজ
আমাদের ফেইসবুক ফ্যান পেইজ

সোমবার, ১৩ এপ্রিল, ২০১৫

বিশ্বের ২০জন শীর্ষ মুসলিম নারী বিজ্ঞানীর মধ্যে ২ জন সৌদী আরবের

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের ২০ জন শীর্ষ মুসলিম নারী বিজ্ঞানীর মধ্যে ২ জন সৌদী আরবের বিজ্ঞানের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী কুড়িজন মুসলিম নারীর মধ্যে ২ জন সৌদী আরবের। সম্প্রতিযু ক্তরাজ্য ভিত্তিক অনলাইন ম্যাগাজিন ‘মুসলিম সায়েন্স’পরিচালিত এক জরীপে এ তথ্য প্রকাশিত হয়েছে। এই সৌদীনারী বিজ্ঞানীদ্বয় হচ্ছেন-'সামেরা ইব্রাহীম' এবং 'হায়াত সিন্ধি'। সামেরা ইসলাম আরব সায়েন্স এন্ড টেকনোলজী ফাউন্ডেশন এর একজন সদস্য এবং কিং আবদুল আজিজ ইউনিভার্সিটির কিং ফাহদ সেন্টার ফর মেডিকেল রিসার্চ এ মেডিসিন ইউনিটের প্রধান। ডক্টরেট ডিগ্রীধারী সামেরা ইব্রাহীম প্রথম আরব ও মুসলিম নারী যিনি বিজ্ঞানে ইউনেস্কোর পুরস্কার লাভকরেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওষুধকর্মসূচীর আঞ্চলিক কনসালট্যান্ট। অপর সৌদী বিজ্ঞানী হায়াত সিন্ধি একজন উদ্ভাবক হিসেবে পরিচিত। উল্লেখ্য,বিচারকদের একটি প্যানেল আন্তর্জাতিকতালিকা থেকে শীর্ষ কুড়িজনকে বাছাই করেন। তথ্যসূত্রঃ অনলাইন