উপমহাদেশের প্রখ্যাত ওলীয়ে কামিল
শামছুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব
কিবলাহ (রহ.) এর সপ্তম ইন্তেকাল
বার্ষিকী উপলক্ষে ঈসালে সাওয়াব
মাহফিল বৃহস্পতিবার জকিগঞ্জস্থ
ফুলতলী ছাহেব বাড়ীতে অনুষ্ঠিত হবে।
ঈসালে সাওয়াব মাহফিল সফল
করতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার
হাজার গাড়ীর বহর বৃহস্পতিবার
ফুলতলী ছাহেব বাড়িতে আসবে। তাই ঐ দিন
দেশে ঘোষিত হরতাল, অবরোধ প্রত্যাহার
করার জন্য সংশ্লিষ্ট রাজনৈতিক দলসমূহের
প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ
আনজুমানে আল- ইসলাহর কেন্দ্রীয়
সভাপতি ও ফুলতলী ছাহেব কিবলাহর ছোট
ছাহেবজাদা মাওলানা হুছামুদ্দীন
চৌধুরী ফুলতলী।
এক প্রেস বার্তায় তিনি বলেন-
আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)
দেশের আপামর জনসাধারণের আধ্যাত্মিক
রাহবার। প্রতি বছর তার ঈসালে সাওয়াব
মাহফিলে দলমত নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ
অংশগ্রহণ করে মাহফিল সফল করেন। এবার
তার ঈসালে সাওয়াব মাহফিলের দিন
ঘোষিত রাজনৈতিক কর্মসূচী মানুষের
যাতায়াত সুবিধার্থে প্রত্যাহার করার জন্য
সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের
সহযোগিতা কামনা করছি।
এদিকে মাহফিল সফল করতে সবধরণের
প্রস্তুতি গ্রহণ করেছে ঈসালে সাওয়াব
মাহফিল বাস্তবায়ন কমিটি। ইতোমধ্যে দেশ
বিদেশ থেকে ঈসালে সাওয়াব
মাহফিলে অংশগ্রহণ করার জন্য
আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহর মুরিদীন,
মুহিব্বীন সহ আলেম উলামা ফুলতলী ছাহেব
বাড়ীতে পৌঁছতে শুরু করেছেন। আগতদের সব
ধরণের সহায়তা দিতে সক্রিয়
থাকবে প্রশাসন সহ ঈসালে সাওয়াব
মাহফিল বাস্তবায়ন কমিটির বিশেষ
স্বেচ্চাসেবক দল।
বুধবার, ১৪ জানুয়ারী, ২০১৫
হরতাল প্রত্যাহারের অনূরোধ
মাহফিলে আগতদের লক্ষণীয় বিষয়
★★ অনলাইন, মাহফিল আপডেটঃ
# ঈসালে সওয়াব মাহফিল সকাল ১০ টায় শুরু হবে এবং পরদিন ফজর পর্যন্ত চলবে।
# রতনগঞ্জ বাজার সংলগ্ন চারটি স্থানে গাড়ি পারকিং-এর ব্যবস্থা রয়েছে। স্বেচ্ছাসেবক ও ট্রাফিকদের সহযোগীতায় নির্দিষ্ট স্থানে সারিবদ্ধ ভাবে গাড়ি রাখবেন।
# মাহফিল উপলক্ষে মাহফিলের পুর্ব দিকে একটি এবং এতিম খানার উত্তরে একটি অস্থায়ী বাজার বসবে।
# বাজারে কোন ব্যবসায়ী কর্তৃক কোন ভেজাল খাদ্য সরবরাহ কিংবা অসাভাবিক মুল্যে বিক্রয় ইত্যাদি কোন অসুবিধা হলে ভ্রাম্যমান স্বেচ্ছাসেবক অথবা আইন শৃংখলা রক্ষাকারী সদস্যদের সাথে অথবা তথ্য কেন্দ্রে যোগাযোগ করবেন।
# ছাহেব বাড়ী মসজিদের সামনে পাকা ঘাট এবং মাহফিলের উত্তর দিকের পুকুরে অস্থায়ীভাবে অযুর ঘাট আছে। খানকাহ বিল্ডিং এর পূর্ব দিকের সিমানায় স্থায়ী টয়লেট আছে। বাড়ির দক্ষিনের পুকুরের পূর্ব দিকের মাঠে অস্থায়ী পস্রাব খনার ব্যাবস্থা থাকবে।
# ছাহেব বাড়ির রাস্থার মুখে, মাজারের সামনে, ও মাহফিল স্থলের পাশে তথ্য কেন্দ্র থাকবে।
সম্মানিত মেহমানগণ যে কোন প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন।
# কোন হাদিয়া দিয়ে মাহফিলে শরিক হতে চাইলে ছাহেব বাড়িতে অবস্থিত নির্ধারিত তথ্য কেন্দ্রে রশিদের মাধ্যমে দেবেন।
# মেহমানদের জন্য থাকবে। সম্ভাব্য সময় বিকাল তিনটা থেকে মাগরিব পর্যন্ত, এবং রাত নয়টা থেকে খাবার প্যান্ডেলে শিড়নি বিতরণ করা হবে।
মাহফিলের প্রয়োজনে শিড়নি বিতরণের সময় পরিবরতন করা হতে পারে।
# শিড়নি বিতরণের যায়গায় ( খাবার স্থানে) বিগত বছরগুলোতে অসাভাবিক ভিড় হয়েছে।
তাই বৃদ্ধ এবং শিশুদের খাবার স্থানে নিয়ে যাবেন না।
# শৃংখলা রক্ষা এবং দুর্ঘটনা এড়ানোর লক্ষে, মাহফিল শেষ হওয়ার পর ড্রাইভার গণ তাড়াহোর না করে দায়িত্বশীলদের নির্দেশনায় গাড়ি নিয়ে বের হবেন।
ফটো ডাউনলোড করলে আরও জানতে পারবেন।
প্রস্তুত ফুলতলী ছাহেব বাড়ী
★★অনলাইন, মাহফিল আপডেটঃ
আর মাত্র কিছু মুহুর্ত অপেক্ষার পর শুরু হবে, মুরশিদে বরহক, শামছুল উলামা, উপমাহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, আল্লামা আব্দুল লতিফ চৌধুরী, ছাহেব কিবলা ফুলতলী (র) এর ৭ম বার্ষিক ঈসালে সওয়াব মাহফিল অনুষ্টিত হবে, জকিগঞ্জ এর ফুলতলীতে,
হাজার হাজার মুরিদিন, মুহিব্বীন ছুটে আসবেন দেশের নানা প্রান্ত থেকে,
এ দিকে ঈসালে সওয়াব এর সকল প্রস্তুতি প্রায় শেষ এখন শুধু অপেক্ষার পালা,,
★তরবীয়ত প্রদান করবেনঃ আল্লামা ঈমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলা ফুলতলী।
এ দিকে আগামিকাল হরতাল থাকায়, ফুলতলী যাতায়াত নিয়ে চিন্তায় পড়েছেন মুরিদিনরা,
বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ এর প্রেসিডেন্ট,
আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী, ছোট ছাহেব কিবলা ফুলতলী এক সংবাদ সম্মেলনে দেশের সকল রাজনৈতিক দলগুলোকে আগামিকাল হরতাল না দিয়ে ঈসালে সওয়াবকে সফল করার আহব্বান জানান,