★★অনলাইন, মাহফিল আপডেটঃ
আর মাত্র কিছু মুহুর্ত অপেক্ষার পর শুরু হবে, মুরশিদে বরহক, শামছুল উলামা, উপমাহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, আল্লামা আব্দুল লতিফ চৌধুরী, ছাহেব কিবলা ফুলতলী (র) এর ৭ম বার্ষিক ঈসালে সওয়াব মাহফিল অনুষ্টিত হবে, জকিগঞ্জ এর ফুলতলীতে,
হাজার হাজার মুরিদিন, মুহিব্বীন ছুটে আসবেন দেশের নানা প্রান্ত থেকে,
এ দিকে ঈসালে সওয়াব এর সকল প্রস্তুতি প্রায় শেষ এখন শুধু অপেক্ষার পালা,,
★তরবীয়ত প্রদান করবেনঃ আল্লামা ঈমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলা ফুলতলী।
এ দিকে আগামিকাল হরতাল থাকায়, ফুলতলী যাতায়াত নিয়ে চিন্তায় পড়েছেন মুরিদিনরা,
বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ এর প্রেসিডেন্ট,
আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী, ছোট ছাহেব কিবলা ফুলতলী এক সংবাদ সম্মেলনে দেশের সকল রাজনৈতিক দলগুলোকে আগামিকাল হরতাল না দিয়ে ঈসালে সওয়াবকে সফল করার আহব্বান জানান,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন