আমাদের ফেইসবুক ফ্যান পেইজ

আমাদের ফেইসবুক ফ্যান পেইজ
আমাদের ফেইসবুক ফ্যান পেইজ

বুধবার, ১৪ জানুয়ারী, ২০১৫

মাহফিলে আগতদের লক্ষণীয় বিষয়

★★ অনলাইন, মাহফিল আপডেটঃ

# ঈসালে সওয়াব মাহফিল সকাল ১০ টায় শুরু হবে এবং পরদিন ফজর পর্যন্ত চলবে।


# রতনগঞ্জ বাজার সংলগ্ন চারটি স্থানে গাড়ি পারকিং-এর ব্যবস্থা রয়েছে। স্বেচ্ছাসেবক ও ট্রাফিকদের সহযোগীতায় নির্দিষ্ট স্থানে সারিবদ্ধ ভাবে গাড়ি রাখবেন।


# মাহফিল উপলক্ষে মাহফিলের পুর্ব দিকে একটি এবং এতিম খানার উত্তরে একটি অস্থায়ী বাজার বসবে।


# বাজারে কোন ব্যবসায়ী কর্তৃক কোন ভেজাল খাদ্য সরবরাহ কিংবা অসাভাবিক মুল্যে বিক্রয় ইত্যাদি কোন অসুবিধা হলে ভ্রাম্যমান স্বেচ্ছাসেবক অথবা আইন শৃংখলা রক্ষাকারী সদস্যদের সাথে অথবা তথ্য কেন্দ্রে যোগাযোগ করবেন।


# ছাহেব বাড়ী  মসজিদের সামনে পাকা ঘাট এবং মাহফিলের উত্তর দিকের পুকুরে অস্থায়ীভাবে অযুর ঘাট আছে। খানকাহ বিল্ডিং এর পূর্ব দিকের সিমানায় স্থায়ী টয়লেট আছে। বাড়ির দক্ষিনের পুকুরের পূর্ব দিকের মাঠে অস্থায়ী পস্রাব খনার ব্যাবস্থা থাকবে।


# ছাহেব বাড়ির রাস্থার মুখে, মাজারের সামনে, ও মাহফিল স্থলের পাশে তথ্য কেন্দ্র থাকবে।
সম্মানিত মেহমানগণ যে কোন প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন।


# কোন হাদিয়া দিয়ে মাহফিলে শরিক হতে চাইলে ছাহেব বাড়িতে অবস্থিত নির্ধারিত তথ্য কেন্দ্রে রশিদের মাধ্যমে দেবেন।


# মেহমানদের জন্য থাকবে। সম্ভাব্য সময় বিকাল তিনটা থেকে মাগরিব পর্যন্ত, এবং রাত নয়টা থেকে খাবার প্যান্ডেলে শিড়নি বিতরণ করা হবে।
মাহফিলের প্রয়োজনে শিড়নি বিতরণের সময় পরিবরতন করা হতে পারে।


# শিড়নি বিতরণের যায়গায় ( খাবার স্থানে) বিগত বছরগুলোতে অসাভাবিক ভিড় হয়েছে।
তাই বৃদ্ধ  এবং শিশুদের খাবার স্থানে নিয়ে যাবেন না।


# শৃংখলা রক্ষা এবং দুর্ঘটনা এড়ানোর লক্ষে, মাহফিল শেষ হওয়ার পর ড্রাইভার গণ তাড়াহোর না করে দায়িত্বশীলদের নির্দেশনায় গাড়ি নিয়ে বের হবেন।

ফটো ডাউনলোড করলে আরও জানতে পারবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন