★★আন্তর্জাতিক ডেস্কঃ
ধর্মীয় উগ্রবাদী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)’র হামলা প্রতিরোধে এবং ইরাক থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করতে ‘গ্রেট ওয়াল’ নির্মাণের এক মহাপরিকল্পনা করছে সৌদি আরব।
এ খবর জানিয়েছে টেলিগ্রাফ।
সূত্রে বলা হয়েছে, গ্রেট ওয়ালের দৈর্ঘ্য হবে ৬০০ মাইল।
জর্ডান ও ইরাকের সীমান্তবর্তী তুরাইফ
থেকে কুয়েতের সীমান্তের হাফার আল বাতিন পর্যন্ত
বিস্তৃত হবে এই প্রাচীর। ইরাকের আইএস নিয়ন্ত্রিত
এলাকা থেকে সৌদি আরবের
উত্তরাঞ্চলকে আলাদা করতেই এই উদ্যেগ
নেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, সৌদি আরব হচ্ছে আইএসের অন্যতম
টার্গেট; বিশেষ করে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদ
নিয়ন্ত্রণে নেওয়ার লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে তারা।
বিজনেজ ইনসাইডার আরো জানায়, ওই প্রস্তাবনার
সঙ্গে বর্তমানে আধুনিক প্রযুক্তি যোগ করা হয়েছে।
পরিকল্পনা করা হয়েছে, এই গ্রেট ওয়াল হবে ৫ লেয়ার
বিশিষ্ট। যাতে থাকবে বেশ কিছু টাওয়ার এবং অসংখ্য
নাইট ভিশন ও রাডার ক্যামেরা।
প্রসঙ্গত, গত সপ্তাহে সৌদি আরবের অরর নগরী থেকে ৪০
কিলোমিটার ও ইরাকের আল নুকায়েব থেকে ৮০
কিলোমিটার দূরে সোয়াইফ সীমান্তে আইএসের
আত্মঘাতী বোমা হামলায় সৌদির দুই
নিরাপত্তাকর্মী ও উত্তরাঞ্চলীয় সীমান্তের
কমান্ডার জেনারেল উদাহ আদ বেলাইয়ি নিহত হন।
তবে এই প্রাচীর নির্মাণের পর সৌদি আরব
জঙ্গি হামলা থেকে রেহাই
পাবে কিনা তা নিয়ে সন্দিহান
নিরাপত্তা বিশ্লেষকরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন