উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রয়োজনীয় অস্ত্র দিতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে লিবিয়া। সম্প্রতি দেশটির উত্তরাঞ্চলীয় সিত্রে শহরের বিমান ঘাঁটি দখল করে নিয়েছে আইএসআইএল সন্ত্রাসীরা। এরপর বিশ্বের প্রতি অস্ত্র দেয়ার আহ্বান জানাল আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিবিয়ার সরকার।
বেনগাজিভিত্তিক লিবিয় সরকার গতকাল (শনিবার) অফিসিয়াল ফেইসবুক পেইজে দেয়া এক বিবৃতিতে বলেছে, তহবিল সংগ্রহের জন্য আইএসআইএল সন্ত্রাসীরা দেশটির বিভিন্ন তেলক্ষেত্র দখল করছে।
আইএসআইএল সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে সিরিয়া ও ইরাকে জঘন্য অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের দিকে লিবিয়ায় এ গোষ্ঠীর উত্থান ঘটে। সে সময় তারা মিশরের অন্তত ২১ জন নাগরিককে মাথা কেটে হত্যা করে এবং তার ভিডিও প্রকাশের মাধ্যমে তাদের উত্থানের কথা জানান দেয়। এছাড়া, উপকূলবর্তী শহরে তারা সামরিক কুচকাওয়াজ করেছিল এবং বিভিন্ন সময়ে তেলক্ষেত্রে হামলা চালিয়েছে। এখন তারা সিত্রে শহরের পূর্ব পর্যন্ত সীমানা বিস্তুত করেছে।
আইএসআইএল সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে সিরিয়া ও ইরাকে জঘন্য অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের দিকে লিবিয়ায় এ গোষ্ঠীর উত্থান ঘটে। সে সময় তারা মিশরের অন্তত ২১ জন নাগরিককে মাথা কেটে হত্যা করে এবং তার ভিডিও প্রকাশের মাধ্যমে তাদের উত্থানের কথা জানান দেয়। এছাড়া, উপকূলবর্তী শহরে তারা সামরিক কুচকাওয়াজ করেছিল এবং বিভিন্ন সময়ে তেলক্ষেত্রে হামলা চালিয়েছে। এখন তারা সিত্রে শহরের পূর্ব পর্যন্ত সীমানা বিস্তুত করেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন