আমাদের ফেইসবুক ফ্যান পেইজ

আমাদের ফেইসবুক ফ্যান পেইজ
আমাদের ফেইসবুক ফ্যান পেইজ

রবিবার, ৩১ মে, ২০১৫

বিয়ানীবাজারে মিলাদুন্নবী বিরোধী ওয়াজ, হাসপাতালে ঠাঁই হলো হক্কানির

সিলেটঃ সিলেটের বিয়ানীবাজারে ওয়াজ মাহফিলে ঈদে মিলাদুন্নবী (সা.) ও কিয়াম বিরোধী বয়ান করায় হামলার শিকার হয়েছেন মুফতি আবদুল করিম হক্কানী। তিনি সিলেট মুফতি সমিতির চেয়ারম্যান।
শুক্রবার দিবাগত রাতে বিয়ানীবাজার পৌর শহরের খাসা গ্রামের আবদুল খালিকের বাড়িতে আয়োজিত ওয়াজ মাহফিলে বয়ান করার সময় তিনি হামলার শিকার হন। গুরুতর আহতাবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়- খাসা গ্রামের আবদুল খালিকের বাড়িতে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন ও মিলাদের সময় দাঁড়িয়ে কিয়ার করার বিরুদ্ধে বয়ান করেন মুফতি হক্কানী। এতে এলাকার কিছু লোকজন ক্ষুব্ধ হয়ে হক্কানির উপর হামলা চালান। রক্তাক্ত জখম অবস্থায় রাতেই তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন